ভাড়ায় ব্যাপক ছাড়! বড়দিনে পর্যটকদের দিঘা যাওয়ার সুবিধার্থে দারুণ অফার ঘোষণা রেলের

এগজিকিউটিভ ক্লাসে বেস ফেয়ারের ওপর ২০ শতাংশ এবং এসি চেয়ার কারে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হবে।

Updated By: Nov 19, 2019, 03:33 PM IST
ভাড়ায় ব্যাপক ছাড়! বড়দিনে পর্যটকদের দিঘা যাওয়ার সুবিধার্থে দারুণ অফার ঘোষণা রেলের

নিজস্ব প্রতিবেদন : উইক এন্ড মানেই যেন দিঘা। বাঙালির হুজুগ হয়ে দাঁড়িয়েছে। আর এই হুজুককে ব্যবসায় পরিণত করতে বড়দিনের আগে দারুণ অফার নিয়ে এল দক্ষিণ পূর্ব রেল। দিঘাগামী ট্রেনে দেওয়া হবে ডিসকাউন্ট ফেয়ার স্কিম।

কী এই ডিসকাউন্ট ফেয়ার স্কিম?

- এগজিকিউটিভ ক্লাসে বেস ফেয়ারের ওপর ২০ শতাংশ এবং এসি চেয়ার কারে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হবে।

- দুটি ট্রেনে এই অফার দেওয়া হচ্ছে।

- ১২৮৪৭ দীঘা সুপার এসি এক্সপ্রেস এবং ২২৮৯৮ কাণ্ডারি এক্সপ্রেসে এই অফার প্রযোজ্য।

- ৪ ডিসেম্বর থেকে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে।

- আপাতত ২০২০-র ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফার রাখা হয়েছে।

- পরে ফলাফল বুঝে তার সময়সীমা বাড়ানো হবে।

রেলের তরফে বড়দিন উপলক্ষে এই উপহার পেয়ে খুশি যাত্রীরা। পর্যটকদের সিংহভাগেরই বক্তব্য, সড়ক পথের তুলনায় রেলপথে দিঘা যাওয়া অনেক সহজ ও আরামদায়ক। সর্বোপরি সময়ও লাগে কম। তারপর যদি ভাড়ায় ডিসকাউন্ট পাওয়া যায়! তাহলে তো কথাই নেই।

আরও পড়ুন, ইউনিফর্ম না পড়ে আসায় পড়ুয়াদের 'নগ্ন' করে ক্লাস করাল স্কুল কর্তৃপক্ষ!

আরও খবর পড়তে ডাউনলোড করুন ZEE NEWS অ্যাপ। আর সিলেক্ট করুন ZEE ২৪ ঘণ্টা। ক্লিক করুন এখানে

.