নিজস্ব প্রতিবেদন: পূর্ব মেদিনীপুরে ফের ভাঙন তৃণমূলে। এবার দল ছাড়ছেন যুব তৃণমূলের জেলা সহ সভাপতি ও ইটামগরা-দুই গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রামকৃষ্ণ দাস। জানা গিয়েছে, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলেই পরিচিত রামকৃষ্ণ দাস। এবার তাঁর হাত ধরেই বিজেপিতে যাওয়ার ইঙ্গিত মিলেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  শহিদ দিবসে নন্দীগ্রাম যাচ্ছেন না Mamata Banerjee


খোদ রামকৃষ্ণ দাসই জানিয়েছেন যে, আগামী ২ জানুয়ারী মহিষাদলের দ্বারিবেড়াতে BJPতে যোগ দেবেন তিনি। পাশাপাশি ওনার সঙ্গে আরও ১০-১৫ জন তৃণমূল নেতাও এদিন বিজেপিতে যোগদান করতে পারেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিলেন রামকৃষ্ণ। জানা গিয়েছে, শুভেন্দুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি থাকায় তাঁকে নিয়ে দলের তরফে শোকজ চিঠি দেওয়া হয়। যদিও রামকৃষ্ণ দাস সেই চিঠির উত্তর দেননি বলেই জানা গিয়েছে। এরপরই দলের প্রতি ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।