অখিল গিরির করোনা, তাই কি নন্দীগ্রাম যাচ্ছেন না Mamata Banerjee

মমতার সভা আপাতত স্থগিত। কবে যাবেন তিনি, তা এখনও স্থির হয়নি।

Updated By: Dec 28, 2020, 02:52 PM IST
অখিল গিরির করোনা, তাই কি নন্দীগ্রাম যাচ্ছেন না Mamata Banerjee
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সভা আপাতত স্থগিত। কবে যাবেন তিনি, তা এখনও স্থির হয়নি। তবে শহিদ দিবসের অনুষ্ঠান হচ্ছে। শহিদ দিবসের অনুষ্ঠানে হাজির থাকবেন সুব্রত বক্সি এবং জেলা তৃণমূল নেতৃত্ব। ও দিন ওখানে কর্মিসভা করবেন সুব্রত বক্সি। যদিও কেন পূর্বপরিকল্পিত কর্মসূচি বাতিল হল তা এখনও স্পষ্ট করেনি দল।

আরও পড়ুন:  'যাঁরা সফল ব্যক্তি, তাঁদের রাজনীতিতে আসা উচিত' সৌরভ জল্পনা উস্কে মন্তব্য দিলীপের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফোকাসে নন্দীগ্রাম। ভোটের উত্তাপ চড়ছে। কথা ছিল ৭ জানুয়ারি শহিদ দিবস উপলক্ষে নন্দিগ্রামে যাবেন মমতা। পরের দিন অর্থাৎ ৮ জানুয়ারি নন্দীগ্রামে গিয়ে সভা করবেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ-সহ একগুচ্ছ দাবিতে রবিবার নন্দীগ্রাম থানা ঘেরাও করেন বাম-কংগ্রেস কর্মী সমর্থকরা। সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচিতে ইতিমধ্যেই জমজমাট নন্দীগ্রাম।

যদিও ৮ জানুয়ারী নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জানুয়ারি যেহেতু বিজেপির সভা তাই মুখ্যমন্ত্রী ভয়ে যাচ্ছেন না, এরপর অনেক জায়গাতেই যাওয়া বন্ধ হয়ে যাবে।'

.