নিজস্ব প্রতিবেদন: আরও পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনানি। এই মামলার শুনানি হবে সোমবার, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত মামলায় শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনকে পিটিশন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

এদিন আদালতে কমিশন কোনও পিটিশন দাখিল না করায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অমিত মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এজলাসে কমিশনের সচিবের উদ্দেশে বিচারপতিরা বলেন, ভোট প্রক্রিয়া স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় আপনারাই, অথচ আপনাদের তরফেই কোনও আবেদন নেই!

ফলে বৃহস্পতিবার তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তাও এদিন খারিজ হয়ে গেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন সাফ জানিয়েছে, সব পক্ষকে নোটিস দেওয়ার পরই শুনানি হবে সোমবার। উল্লেখ্য, সোমবারই আবার সিঙ্গেল বেঞ্চের অধীনে থাকা এই একই মামলার শুনানি হবে।

English Title: 
Division Bench of Calcutta High Court postpones the hearing of Panchayat Election till Monday
News Source: 
Home Title: 

কল্যাণের আর্জি খারিজ, ডিভিশন বেঞ্চের নির্দেশে পিছল পঞ্চায়েত মামলার শুনানি

কল্যাণের আর্জি খারিজ, ডিভিশন বেঞ্চের নির্দেশে পিছল পঞ্চায়েত মামলার শুনানি
Yes
Is Blog?: 
No
Section: