Bolpur: গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন! হাতেনাতে ধরা পড়লেন চিকিৎসক
তারপর......
![Bolpur: গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন! হাতেনাতে ধরা পড়লেন চিকিৎসক Bolpur: গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন! হাতেনাতে ধরা পড়লেন চিকিৎসক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/07/367094-hospital.jpg)
নিজস্ব প্রতিবেদন: গর্ভবতী মহিলাকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন! চিকিৎসককে হাতেনাতে ধরে ফেললেন পরিবারের লোকেরাই। ভাঙচুর চলল নার্সিংহোমে। বীরভূমের বোলপুরের ঘটনা।
জানা গিয়েছে, ওই মহিলার নাম মেহেরুন্নেসা বেগম। বাড়ি, বোলপুরের মহিদাপুর এলাকায়। অন্তঃস্বত্ত্বা অবস্থায় ভর্তি হয়েছিলেন বোলপুরের সিয়ান এলাকাপ একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসাও চলছিল।
আরও পড়ুন: Ichhapur Murder: অপরিচিতকেও সাহায্য, চা-গল্পের আড্ডা একাকী মিশুকে বৃদ্ধার, পরিণতি ভয়ঙ্কর!
তাহলে? হাসপাতাল সূত্রে খবর, মেহেরুন্নেসার গর্ভে যমজ সন্তান ছিল। কিন্তু একজনকে বাঁচানো যায়নি। সেকারণেই তাঁকে তিনটি ইঞ্জেকশন দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরিবারের লোকেদের দাবি, ওই মহিলাকে যখন তৃতীয় ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল, তখন দেখেন, সেই ইঞ্জেকশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। হাতেনাথে ধরা পড়ে যান চিকিৎসক। এরপরই পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে। ভাঙচুর শুরু হয় নার্সিংহোমে। শেষপর্যন্ত পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন:স্বপ্নপূরণের লক্ষ্যে বাড়ির গরু-ছাগল বিক্রি করে মাধ্যমিকে বসছে চা-বাগানের ২০ পড়ুয়া