ওয়েব ডেস্ক: ময়নাগুড়িতে অন্তঃসত্ত্বাকে মাটিতে ফেলে মারধরের ঘটনা। এখনও পেটের ব্যাথায় কাতরাচ্ছেন পায়েল সরকার। এ অবস্থায় তাকে জলপাইগুড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা বলছেন চিকিত্‍সকরা। দাবি পায়েল  সরকারের পরিবারের। বিষয়টি তাঁকে জানানো হলে খোঁজ নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নস্কর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে সংবাদমাধ্যমে গর্ভবতী মহিলাকে মারধরের ঘটনা চাউর হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির পুলিস সুপার অমিতাভ মাইতি। তারপরই হাসপাতালে গিয়ে আক্রান্ত মহিলার সঙ্গে কথা বলে ময়নাগুড়ি থানার পুলিস। ডাক্তারদের সঙ্গেও কথা বলেন তদন্তকারী অফিসাররা।


প্রসঙ্গত, জমি নিয়ে বিবাদের জেরে মার খেয়ে মাসুল দিয়েছেন ৪ মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ, মাটিতে ফেলে ব্যাট, কোদালের বাঁট দিয়ে পেটানো হয়েছে। পেটে বাঁশের খোঁচা দেওয়াও হয় বলে দাবি পরিবারের। ময়নাগুড়ির এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি। যদিও তাঁর দাবি, অভিযোগ মিথ্যে।