ভুল করে খালে ঢুকে পড়ল ডলফিন, নতুন অতিথিকে দেখতে জমল ভিড়
আন্দাজ করা হচ্ছে, দলছুট হয়ে রাস্তা হারিয়ে কোনওভাবে খালে চলে এসেছে সেটি।
নিজস্ব প্রতিবেদন : কোনওভাবে রাস্তা হারিয়ে খালে ঢুকে পড়েছিল একটি ডলফিন। স্থানীয় বাসিন্দাদের কেউ একজন খালের জলে সেটিকে দেখতে পান সকালে। এর পরই গ্রামের খালে নতুন অতিথিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। শুরু হয় হইচই। এর পরই স্থানীয় থানা থেকে পুলিস চলে আসে খালের ধারে। ডলফিনটির যাতে কোনওরকম ক্ষতি না হয় সেই জন্য খালের ধারে পুলিস পাহারা দিচ্ছে। কিন্তু কীভাবে ওই ডলফিন গ্রামের খালে ঢুকে পড়ল তার উত্তর জানা যায়নি। আন্দাজ করা হচ্ছে, দলছুট হয়ে রাস্তা হারিয়ে কোনওভাবে খালে চলে এসেছে সেটি।
আরও পড়ুন- বুলবুল বিধ্বস্ত নতুন করে সংসার পাততে 'ডিগনিটি কিট' দিচ্ছে রাজ্য সরকার, কী থাকছে কিটে?
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মধ্যখালির খালে এসে পড়ে ডলফিনটি। তার পর থেকেই সামুদ্রিক প্রাণীটিকে দেখার জন্য খালের ধারে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খালের এপার থেকে ওপার পর্যন্ত খেলে বেড়াতে থাকে ডলফিনটি। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এমন বিরল মুহূর্ত মোবাইলবন্দি করতে শুরু করেন। তবে দীর্ঘ সময় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। এর পর স্থানীয় থানা থেকে পুলিস এলে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। ডলফিনটিকে উদ্ধারের কাজ শুরু করেছে বন দফতর। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, গতকাল থেকেই ডলফিনটি খালে রয়েছে। সকালের দিকে স্থানীয় বাসিন্দারা সেটিকে খালের জলে লক্ষ্য করেন।