Durga Puja 2022: ডিজে বাজাও আমি নাচব, নারাজ পুজো উদ্যোক্তাদের মাথা ফাটালেন তৃণমূল প্রধানের স্বামী
পুজো কমিটির এক সদস্য বলেন, নটায় ঠাকুর নামানোর কথা ছিল। সাড়ে নটার মধ্য বিসর্জন হওয়ার কথা। নাটা পাঁচ নাগাদ প্রসেনজিত্ এসে হাজির হন। বলেন, ডিজে বাজছে না কেন? ওকে বলা হয় ডিজে বাজানোর কোনও অনুমতি নেই
চম্পক দত্ত: পুজোয় ডিজে বাজবে না কেন! রেগে অগ্নিশর্মা প্রধানের স্বামী। পুজো কমিটির সদস্যরা এনিয়ে আপত্তি করতেই বেপরোয়া ওই নেতা। মেরে মাথা ফাটিয়ে দিলেন পুজো কমিটির সদস্যদের। ঘটনায় আহত ৪ জন। এদের মধ্য়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিজয়ার দিন ঘটনাটি ঘটেছে ঘাটালের মনসুকা এলাকার। মনসুকা ঘড়োইঘাট ব্যাবসায়ী পুজো কমিটির অভিযোগ, দশমীর রাত্রে ঠাকুর বিসর্জন করার সময় হঠাৎ এসে হাজির হন মনসুকা গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রি সাতিকের স্বামী প্রসেনজিৎ সাতিক। মত্ত প্রসেনজিত্ বাঁশ হাতে তান্ডব চালান পুজো মণ্ডপে। ডিজে মাইক না বাজানোয় বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ২ পুজো কমিটি সদস্যের। তাকে বাধা দিতে গেলে আরও ২ জন আহত হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ৩ জন।
আরও পড়ুন-বিসর্জনে মাইক বাজানো নিয়ে বচসা, হাতাহাতিতে মৃত্যু যুবকের
ঘটনার পরই আহত তিন জনকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় ঘাটাল থানার পুলিস। প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে মনসুকা ঘোড়ই ঘাটাল ব্যাবসায়ী সমিতির সমস্ত দোকান বন্ধ করে রাস্তায় নেমেছে। তাদের দাবি অভিযুক্ত ব্যক্তির উপযুক্ত শাস্তি দিতে হবে। অভিযুক্তরা সকলেই এলাকার দাপুটে তৃণমূলের নেতা কিঙ্কর পন্ডিতের জামাই ও মনসুকা গ্রাম পঞ্চায়েত প্রধান রাত্রি পণ্ডিত সাতিকের স্বামী।
ঘটনার কথা বলতে গিয়ে পুজো কমিটির এক সদস্য বলেন, নাটায় ঠাকুর নামানোর কথা ছিল। সাড়ে নটার মধ্য বিসর্জন হওয়ার কথা। নাটা পাঁচ নাগাদ প্রসেনজিত্ এসে হাজির হন। বলেন, ডিজে বাজছে না কেন? ওকে বলা হয় ডিজে বাজানোর কোনও অনুমতি নেই। ওই কথা শুনে প্রসেনজিত্ বলেন, ডিজে বাজাতে হবে। আমি নাচব। ডিজে না বাজলে আমি ঠাকুর নামাতে দেব না। এই বলে যারা ঠাকুর নামাচ্ছিল তাদের মারধর করে। ওর হাতে মার খেয়ে ২ জন হাসপাতালে ভর্তি।
এনিয়ে ব্যবসায়ী সমিতির তরফ থেকে ঘাটাল থানায় পুরো বিষয়টিকে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি ও প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেয়নি তারা। তবে ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজি বলেন, "আইন আইনের পথে চলবে,এক্ষেত্রে দল কোনও দায় নেবে না। পাশাপাশি ব্যবসায়ী সমিতিকে আবেদন, দোকানপাট খুলে রাখুন। প্রয়োজনে ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি।
গতকাল বিসর্জনের দিন মাইক বাজানোকে কেন্দ্র করে নদিয়ার নাকাশিপাড়ায় এক সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। অভিযোগ, মোবাইলে গান বাজছিল। বিসর্জনের হুড়োহুড়ির মধ্যে মোবাইলটি হারিয়ে যায়। যার মোবাইল সে তখন মোবাইল খোঁজার জন্য মাইক বন্ধ করতে বলে। অভিযোগ এই নিয়েই বচসার সূত্রপাত। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পঞ্চম সাঁতরা, রাজু সাঁতরা, সঞ্জীব সাঁতরা, গোষ্ঠ সাঁতরা ও কেষ্ট সাঁতরার দিকে। পরিকল্পনামাফিক দুষ্কৃতীরা বাবুসোনা সাঁতরাকে খুনের চেষ্টা করে। মারধর করে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।