নিজস্ব প্রতিবেদন: সাঁতরাগাছিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন রেলকর্মী। দুর্ঘটনার পর ইঞ্জিন বদল করে ফের পাড়ি দিল ইস্টকোস্ট এক্সপ্রেস। মঙ্গলবার সাঁতরাগাছি স্টেশনের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Fake Police: আর্থিক প্রতারণার অভিযোগ, বরানগর থেকে গ্রেফতার ভুয়ো পুলিস


মঙ্গলবার সাঁতরাগাছি কারশেডের কাছে মালভর্তি একটি ট্রলিতে ধাক্কা মারে দুরন্ত গতিতে ছুটে আসা ইস্টকোস্ট এক্সপ্রেস। এদিন বেলা একটা নাগাদ ওই ট্রলি নিয়ে লাইন পার হচ্ছিলেন কয়েকজন রেলকর্মীরা। সেইসময় আপ লাইনের ট্রাকের উপরেই খারাপ হয়ে যায় ব্য়াটারিচালিত ওই ট্রলিটি। কোনওভাবেই সেটিকে সরাতে পারেননি রেলকর্মীরা।


আরও পড়ুন-Visva Bharati: সেন্ট্রাল অফিসের গেটে তালা ঝোলাল বিশ্বভারতী, আদালত অবমাননার অভিযোগে মামলা


দ্রুত গতিতে ইস্টকোস্ট এক্সপ্রেস ছুটে আসছে দেখে ট্রলিটি ফলে পালান রেলকর্মীরা। বিকট শব্দ করে ট্রলিটিকে ধাক্কা মারে ইস্টকোস্ট এক্সপ্রেস। ধাক্কার চোটে ইঞ্জিনের সামনে আটকে যায় ট্রলিটি। পরে গ্য়াস কার্টার দিয়ে কেটে সেটি বের করা হয়। 


দুর্ঘটনায় আধঘণ্টা পরে ইঞ্জিন বদল করে ফের যাত্রা শুরু করে ইস্টকোস্ট এক্সপ্রেস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)