Fake Police: আর্থিক প্রতারণার অভিযোগ, বরানগর থেকে গ্রেফতার ভুয়ো পুলিস
নকল পরিচয় পত্র দেখিয়ে এবং পুলিশের নকল ড্রেস পরে বিভিন্ন মানুষের থেকে টাকা তুলত অভিযুক্ত।
নিজস্ব প্রতিবেদন: লালবাজারের অপরাধ দমন শাখার অফিসার পরিচয়ে আর্থিক প্রতারণা। এই অভিযোগে বরানগর থেকে গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার। ধৃতের নাম অনিরুদ্ধ দত্ত। বরানগরের এমএনকে রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস।
অভিযোগ, লালবাজারের অপরাধ দমন শাখার ইন্সপেক্টরের পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করত ধৃত। পায়রাডাঙার বাসিন্দা রথীন মল্লিকের থেকেও টাকা নিয়েছিল সে। সন্দেহ হওয়ায় অভিযুক্ত সম্পর্কে খোঁজ নেন রথীনবাবু। তখনই তিনি জানতে পারেন, অনিরুদ্ধ দত্ত নামে কোনও অফিসার লালবাজারের অপরাধ দমন শাখায় কাজ করেন না। এরপরই বরনগর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুন: TMC: রাজ্যসভা ভোটে প্রার্থী Sushmita Dev
আরও পড়ুন: Soumendranath Mukherjee: রাজ্যের নয়া অ্যাডভকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়
বরনগর থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে অনিরুদ্ধ দত্তকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে পুলিশ জানতে পারে, নকল পরিচয় পত্র দেখিয়ে এবং পুলিশের নকল ড্রেস পরে বিভিন্ন মানুষের থেকে টাকা তুলত অভিযুক্ত।