নিজস্ব প্রতিবেদন: সর্বশেষ উপগ্রহ চিত্র অনুসারে রবিবার চৈত্র সংক্রান্তির সন্ধ্য়ায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরফলে রাতেও অস্বস্তিকর আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। তবে আগামীকাল সকাল থেকেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রাতের বৃষ্টিতে তছনছ বিস্তীর্ণ এলাকা, ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল


রবিবার রাতের দিকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। প্রসঙ্গত,  শনিবার রাতে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। আজ রবিবার রাতেও গতকালের মতোই ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে খবর। 



নতুন বছরের শুরু থেকেই কমবে ঝড়-বৃষ্টির সম্ভবনা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাড়বে উষ্ণতা ফলে নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহনের প্রস্তুতি পর্বের শেষ বেলায় নাজেহাল হতে পারন রাজনৈতীক প্রার্থীরা।