Malbazar: ফের শিশুশিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না ঘরে হানা বুনো হাতির...

Malbazar: রাত প্রায় দুটো নাগাদ সংলগ্ন জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে। হাতিটি এলাকার শিশুশিক্ষা কেন্দ্রের রান্না ঘরের দেওয়াল ভেঙে দেয়।

Updated By: Nov 26, 2023, 10:30 AM IST
Malbazar: ফের শিশুশিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না ঘরে হানা বুনো হাতির...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খাদ্যের লোভে ফের শিশুশিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্নাঘরে হানা দিল বুনো হাতি। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ডাঙ্গি ডিভিশন চা-বাগানের শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: Dilip Ghosh: মর্নিং ওয়াকে বেরিয়ে মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের...

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় দুটো নাগাদ সংলগ্ন খারিয়ার বান্দার জঙ্গল থেকে একটি হাতি বের হয়ে আসে ওই এলাকায়। হাতিটি এলাকার শিশুশিক্ষা কেন্দ্রের রান্না ঘরের দেওয়াল ভেঙে দেয়। যদিও রান্না ঘরে কোনও খাবার মজুত না থাকায় প্রাণীটি কোনও কিছু খেতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ফের জঙ্গলে চলে যায়। 

উল্লেখ্য, এর আগেও ওই রান্নাঘরে হাতি তাণ্ডব চালিয়েছিল। পরে ব্লক প্রশাসনের তরফে সেই রান্নাঘর মেরামত করে দেওয়া হয়। এলাকায় হাতির হানা রুখতে রাত্রে বনকর্মীদের টহলদারি দাবি করেন বাসিন্দারা। বন দফতরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 

হাতিকে ঘিরে ইদানীং গোটা এলাকাই সন্ত্রস্ত থাকছে এখানে। কয়েকদিন আগেও দেখা গেল, সেদিন সকাল থেকে একটি হাতি ঘুরে বেড়াচ্ছিল মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের বেতবাড়ি ডিভিশন চা-বাগান এলাকায়। হাতিটিকে দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ। কেউ কেউ হাতি দেখার জন্য গাছের মগডালেও উঠে পড়ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। হাতিটিকে তারঘেরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন তাঁরা। এদিকে হাতির ভয়ে চা-বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন শ্রমিকেরা।

আরও পড়ুন: Kolkata: যুবকের গলায় কাঁচির কোপ! খুনের অভিযোগে উত্তাল চিংড়িঘাটা...

ধান পাকতেই এলাকায় প্রায় প্রতিদিনই হাতির উপদ্রব লেগে আছে। এ নিয়ে খুবই চিন্তিত এলাকার মানুষজন। এ নিয়ে বনকর্মীরাও সারারাত ব্যস্ত। হাতি তাড়াতে ঘুম নেই তাঁদের চোখেও। এতদিন খাদ্যের লোভে হাতি শুধুমাত্র জঙ্গল-সংলগ্ন এলাকার ধানক্ষেতেই হানা দিত। এবার তারা জনবহুল এলাকাতেও ঢুকে পড়ছে। ঘটাচ্ছে নানা বিপত্তি। ইতিমধ্যেই কৃষকেরা জমির ধান কেটে বাড়িতে নিয়ে গিয়েছেন। তবে কিছু ধান এখনও মাঠে পড়ে আছে। সেই সব ধানের লোভেই এবার জনবহুল এলাকায় ঢুকে পড়ছে হাতির দল। গত মঙ্গলবার রাতে এরকমই একটি হাতি ঢুকে পড়ে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ির পূর্ববাড়ি এলাকায়। হাতিটি এলাকার মরহুম দরবেশ কাতেবি সাহের মাজারের কংক্রিটের সীমানাপ্রাচীরও ভেঙে দেয়। সীমানা-প্রাচীরের দেওয়াল ভেঙে ধানক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। কিছু ধান এখনও জমিতে আছে। এবার সেই ধানও খেয়ে নিচ্ছে হাতি। এরপরে হাতিটি দক্ষিণ ধুপঝোরা মুচিপাড়া হয়ে ফের গরুমারা জঙ্গলে চলে যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.