বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু মালবাজারে

বনকর্মিরা টহল দেবার সময় রাস্তার পাশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন।

Updated By: Aug 22, 2019, 09:38 AM IST
বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু মালবাজারে

নিজস্ব প্রতিবেদন : আবার হাতির মৃত্যু মালবাজারে। মালবাজার মহকুমার তারঘেরা রেঞ্জের চিরাভিজা সেতুর কাছে জঙ্গল এলাকার ঘটনা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এই পূর্ন বয়স্ক (পুরুষ) হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন তারঘেরা রেঞ্জের বনকর্মিরা।

 

জানা গেছে বুধবার রাতের দিকে এই দাঁতাল হাতিটি তারঘেরার এক জঙ্গল থেকে রাজ্য সড়ক পার করে অন্য আর একটি জঙ্গলে যাবার সময় রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া হাইভোল্টেজ ইলেকট্রিক তারের সংস্পর্শে আসে ওই হাতিটি শুঁড়। বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার পরেই ঘটনাস্থলে লুটিয়ে পরে ওই হাতিটি। ঘটনা স্থলেই মৃত্যু হয় হাতিটির।

আরও পড়ুন - বারুইপুর সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য!

বনকর্মিরা টহল দেবার সময় রাস্তার পাশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখেন। এরপর ঘটনা স্থলে হাজির হন তারঘেরা বন দপ্তরের আধিকারিকরা। মরা হাতি দেখতে এলাকায় ভিড় জমে যায়। হাতিটির শুঁড় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে পুড়ে গিয়েছে। অবিলম্বে জঙ্গলের ভেতর দিয়ে বিদ্যুৎ দপ্তরের যে হাইভোল্টেজ তার গিয়েছে সেই সব তারের উচ্চতা বাড়ানোর নির্দেশ দিয়েছে বন দপ্তর।

 

.