নিজস্ব প্রতিবেদন: রাতের অন্ধকারে হানা। রান্না ঘরে মজুত চাল ডাল তো সাবাড় করলই, তিন তিনটে ঘরে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিল দাঁতাল।  মঙ্গলবার ভোরে মালবাজারের খয়েরডাঙ্গার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোরবেলা রাজভবনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি  ইঞ্জিন 


নাগরাকাটা(Nagrakata) ব্লকের সুলুকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরডাঙ্গায় বুদ্ধিমান দোর্জি নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় বুনো হাতির দল। এদিন ভোর তিনটে নাগাদ গরুমারা(Gorumara Forest) জঙ্গল থেকে এসে তারা ঢোকে বুদ্ধিমান দোর্জির রান্না ঘরে। সেখানে মজুত ডাল, ডালা, আনাজপাতি সাবাড় করে দেয়। আওয়াজ শুনেই বুদ্ধিমান বুঝতে পারেন, হানা দিয়েছে হাতি। কোনওক্রমে পেছনের দরজা দিয়ে পরিবারকে নিয়ে পালিয়ে বাঁচেন তিনি।



আরও পড়ুন-Covid-র ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে ফের কি দেশজুড়ে Lockdown? কী বলছেন বিশেষজ্ঞরা  


আধ ঘণ্টারও বেশি সময় ধরে তান্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল। কিন্তু বুদ্ধিমানবাবুর রান্না ঘর সহ মোট তিনটি ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যায়। এক ঝলকে দেখলে মনে হবে বোমা পড়েছিল বুঝি।  কোনও ঘরই আর থাকার যোগ্য নেই। এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  খবর পেয়েই বুদ্ধিমানবাবুর ঘরে এসে সবকিছু দেখে গিয়েছেন বন দফতরের কর্মীরা। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন।