Bikaner–Guwahati Express: কারশেডে নিয়ে যাওয়ার পথে বিপত্তি, শিলিগুড়িতে ফের বেলাইন ইঞ্জিন

রুটবদল বেশ কয়েকটি ট্রেনের।

Updated By: Jan 22, 2022, 10:52 PM IST
Bikaner–Guwahati Express: কারশেডে নিয়ে যাওয়ার পথে বিপত্তি, শিলিগুড়িতে ফের বেলাইন ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদন: ব্যবধান সপ্তাহ খানেকের। ফের লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের (Bikaner–Guwahati Express) ইঞ্জিন। ক্রেনের সাহায্যে ইঞ্চিনটি সোজা করে নিয়ে যাওয়া হল লোডো শেডে। রুট বদল করতে হল বেশ কয়েকটি ট্রেনের। দুর্ঘটনার ঘটল শিলিগুড়ি জংশন স্টেশনে। 

১৩ জানুয়ারি উত্তরবঙ্গে বড়সড় দুর্ঘটনা কবলে পড়েছিল গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। নিউ ময়নাগুড়ি ও নিউ নিউ দোহমনি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে গিয়েছিল ১২টি বগি। সেই দুর্ঘটনায় প্রাণ হারান  ৯ জন। গুরুতর আহত হন কমপক্ষে ৪০ জন। প্রাথমিক তদন্তে রেল আধিকারিকদের অনুমান, সিগন্যাল সমস্যা নয়, বরং লাইনে  ত্রুটি কারণেই এই দুর্ঘটনা। তদন্ত চলছে। 

আরও পড়ুন: Jalpaiguri:কোভিডবিধি উড়িয়ে স্কুলে পঠন-পাঠনের অভিযোগ! Zee ২৪ ঘণ্টার খবরের জেরে তৎপর প্রশাসন

ফের কীভাবে দুর্ঘটনা ঘটল? গত এক সপ্তাহ ধরে দুর্ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল 'অভিশপ্ত' ট্রেনটি। এদিন সন্ধ্যায় ইঞ্জিনটিকে যখন মেরামতির জন্য শিলিগুড়িতে লোকো শেডে আনা হচ্ছিল, তখনই ঘটে দুর্ঘটনা। শিলিগুড়ি জংশন স্টেশনে ঢোকার মুখে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের ই়ঞ্জিনটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। প্রায় ঘণ্টা খানেক চেষ্টায় ওই ইঞ্জিন নিয়ে যাওয়া হয় লোডো শেডে। চালক অবশ্য অক্ষতই রয়েছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.