বন্যার জল নামতেই মালদায় নতুন সঙ্কট, ভাঙনের গ্রাসে জনজীবন
ওয়েব ডেস্ক : চোখের সামনে তলিয়ে গেল আস্ত স্কুলবাড়ি! বিঘের পর বিঘে জমি, পাকা দালান, সবই চলে যাচ্ছে নদীগর্ভে। জল নামা শুরু হতেই মালদায় নয়া সঙ্কট। ভাঙনের গ্রাসে জনজীবন। কালিয়াচক তিন নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসের কবলে।
ক'দিন আগেও হাঁটু, কোমর বা গলা পর্যন্ত জলে ডুবে ছিল প্রায় গোটা জেলাই। এখন জল নামছে। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নতুন বিপদ। ভাঙনে শোচনীয় অবস্থা কালিয়াচকের পারদেওনাপুর, অনুপনগর, শোভাপুর, পারঅনুপনগর সহ একাধিক গ্রামের। রোজই গঙ্গাগর্ভে তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা।
আরও পড়ুন- বেলাগাম তোলাবাজি, চাঁদা না দেওয়ায় ট্রাকের খালাসির গায়ে আগুন
কয়েকদিন ধরেই যেন গিলে খেতে আসছিল নদী। আতঙ্কের ছায়ায় দিন কাটছিল। অবশেষে সব শেষ। মুছে যেতে বসেছে অনুপনগর প্রাথমিক বিদ্যালয়। একশো চল্লিশ জন পড়ুয়ার ভবিষ্যত্ অনিশ্চিত। গোটা এলাকা যখন বানভাসি ছিল, তখন অনেকে আশ্রয় নেন এখানেই। মাথা গোঁজার ঠাঁই হয়ে উঠেছিল স্কুল। জল-আতঙ্ক কাটলেও, এখন নতুন করে ভয় ভাঙন নিয়ে।
স্থানীয় মানুষের অভিযোগ, ভাঙন ঠেকাতে সেভাবে উদ্যোগী নয় প্রশাসন। এখনই নজর না দেওয়া হলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে পরিস্থিতি, এই আশঙ্কায় ঘুম নেই দুর্গতদের।