একালের কোনও নেতার দেহরক্ষীর হাতে বন্দুক নয়, তির-ধনুক

আদিবাসী সমাজের ঐতিহ্যই মেনে চলেছেন এই নেতা।

Updated By: Jan 13, 2021, 02:05 PM IST
একালের কোনও নেতার দেহরক্ষীর হাতে বন্দুক নয়, তির-ধনুক

নিজস্ব প্রতিবেদন: হেঁটে যাচ্ছেন এ কালের কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব আর তাঁর পাশে-পাশে রয়েছেন তির-ধনুক হাতের কোনও দেহরক্ষী!

গল্পের মতো লাগছে? না, একেবারেই গল্প নয়। ঘোরতর বাস্তব। এ ঘটনা আলিপুরদুয়ারের (alipurduar)। আধুনিক অস্ত্রে সুসজ্জিত দেহরক্ষীর কোনও বালাই নেই; মামুলি তির-ধনুকের (bow-arrow) মতো অস্ত্রসজ্জিত দেহরক্ষী নিয়েই চলাচল করছেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া (Rajesh Lakra)৷

তৃণমূলের আলিপুরদুয়ার জেলার কোর কমিটির সদস্য তথা আদিবাসী বলয়ের 'মুখ' রাজেশ তাঁর দেহরক্ষী রেখেছেন নিজেরই গ্রামের এক যুবককে৷ যাঁর হাতে শোভা পায় তির-ধনুক। আর দশজন পুলিশকর্মী যেমন ভাবে কোনও নেতার ব্যক্তিগত দেহরক্ষী হিসাবে থাকেন এই যুবকও তেমনই তির-ধনুক নিয়ে পালন করে চলেছেন রাজেশের দেহরক্ষীর (body guard)কাজ।

যখন দেশ ও রাজ্যের শাসক কিংবা বিরোধী নেতারা আধুনিক আগ্নেয়াস্ত্র সজ্জিত দেহরক্ষীই রাখেন, সেই অবস্থায় রাজেশের এহেন সিদ্ধান্ত চমকপ্রদ।

কী বলছেন রাজেশ?

রাজেশ জানান, এটা তাঁদের ঐতিহ্য। বীর বীরসা মুন্ডা তির-ধনুক হাতে নিয়েই ব্রিটিশরাজের বিরুদ্ধে লড়াই করেছেন ৷ আদিবাসী সম্প্রদায়ের মানুষও সেই ঐতিহ্যই বহন করতে চান। তিনি নিজেও সেই ঐতিহ্যই বহন করে চলেছেন ৷

দলের একজন আদিবাসী নেতার দেহরক্ষীর হাতে তির-ধনুক দেখে খুশি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃদুল গোস্বামী ৷ তিনি বলেন, একজন আদিবাসী নেতা তাঁর ঐতিহ্যকে এমন ভাবে বহন করে চলেছেন এটা সত্যিই প্রসংশার যোগ্য৷

Also Read: অধিকারীদের দাপট কমাচ্ছে তৃণমূল! এবার শিশিরকে সরানো হল জেলা সভাপতি পদ থেকে

.