ফের শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ, অশান্তি কুলতলিতে
শাসকদলের গোষ্ঠীসংঘর্ষে ফের অশান্তি। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। মঙ্গলবার রাত থেকেই গোলমাল ছড়ায় মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হোড়খালি গ্রামে। জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় দুই তৃণমূল নেতার অনুগামীরা। অভিযোগ দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়, চলে গুলিও। রাতেই দুপক্ষের প্রায় সাত জনকে গ্রেফতার করে পুলিস। কিন্তু সকাল থেকেই নতুন করে অশান্তি এলাকায়। দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় কুলতলি থানার পুলিস।
ওয়েব ডেস্ক : শাসকদলের গোষ্ঠীসংঘর্ষে ফের অশান্তি। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। মঙ্গলবার রাত থেকেই গোলমাল ছড়ায় মেরিগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হোড়খালি গ্রামে। জমি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় দুই তৃণমূল নেতার অনুগামীরা। অভিযোগ দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়, চলে গুলিও। রাতেই দুপক্ষের প্রায় সাত জনকে গ্রেফতার করে পুলিস। কিন্তু সকাল থেকেই নতুন করে অশান্তি এলাকায়। দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যায় কুলতলি থানার পুলিস।
আরও পড়ুন, জনতা-পুলিস সংঘর্ষে ধুন্ধুমার সবংয়ের বীরকোটা গ্রাম