চাকরির নাম করে ভুয়ো ওয়েবসাইট, প্রতারণা চক্রে ধৃত ২

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ বিভাগের গ্রুপ ডি বিভাগের চাকরি দেওয়ার নামে এই ওয়েবসাইট খোলা হয়। চাকরি পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিত এই প্রতারণা চক্র।

Updated By: Jun 18, 2019, 12:49 PM IST
চাকরির নাম করে ভুয়ো ওয়েবসাইট, প্রতারণা চক্রে ধৃত ২

নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ওয়েবসাইট বানিয়েছে চলছিল প্রতারণা চক্র। জানা গিয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই সরকারি চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হত। ঘটনার খবর পেয়ে খোঁজখবর চালানো হয়। আজ মেদিনীপুর থেকে এই চক্রের দুই পান্ডা গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতদের দীপ্তিস পালিত এবং কিশোর দাস অধিকারী দুজনেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা তাঁদের কাছ ভুয়ো সরকারি নথিপত্র, তিনটি ব্যাংকের চেক বুক উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: পরকীয়ার নেশায় স্বামীকে খুন, গ্রেফতার প্রেমিক-সহ স্ত্রী

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ বিভাগের গ্রুপ ডি বিভাগের চাকরি দেওয়ার নামে এই ওয়েবসাইট খোলা হয়। চাকরি পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দিত এই প্রতারণা চক্র। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আড়ালে আরও কোনও বড়ো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

Tags:
.