Fire at Cooch Behar: ভয়াবহ আগুন কোচবিহারের বহুতলে, ঝলসে মৃত্যু মা-ছেলের

মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ওই বহুতলে

Updated By: Feb 15, 2022, 11:38 AM IST
Fire at Cooch Behar: ভয়াবহ আগুন কোচবিহারের বহুতলে, ঝলসে মৃত্যু মা-ছেলের
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কোচবিহারের নিউ কদমতলা এলাকায়। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে কোচবিহারের নিউ কদমতলা এলাকায় একটু বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। কী কারণে আগুন লেগেছে তার তদন্ত শুরু করেছে পুলিস। 

আরও পড়ুন: Valentine's Day: ভালবাসার দিনে স্বপ্নপূরণ, স্ত্রী সায়ন্তিকাকে চাঁদে জমি কিনে দিলেন শান্তনু

আরও পড়ুন: Cow Smuggling Case: সময় বাড়ানোর আর্জি খারিজ, গরু পাচার মামলায় Anubrata-কে ফের তলব CBI-এর

মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে ওই বহুতলে। ধোঁয়া দেখে দমকলে খবর দেন স্থানিয় বাসিন্দারা। দরজা ভেঙে ওই ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হয় দমকল কর্মীদের। বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে মৃত অবস্থায় পাওয়া যায় মা এবং তার ছেলেকে। ওই দুজনের ঝলসান দেহ উদ্ধারে চেষ্টা করছে দমকল। 

দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রনে এসেছে আগুন। কোতোয়ালি থানার পুলিস রয়েছে ঘটনাস্থলে। কীভাবে আগুন লাগলো এবং কীভাবে মৃত্যু হল ওই দুজনের, সেই সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিস।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.