নিজস্ব প্রতিবেদন : নবান্নে চলল গুলি। বড়সড় বিপত্তি থেকে অল্পের জন্য রক্ষা মিলল। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। তবে কেউ হতাহত হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, রাত ১০টা ২০-র ব্যান্ডেল লোকাল, চলন্ত ট্রেনে ফাঁকা মহিলা কামরায় চলল...হতভম্ব যাত্রীরা


জানা গিয়েছে, ডিউটি হস্তান্তরের সময় ঘটনাটি ঘটে। রাইফেলে গুলি ভরার সময়ই অঘটন ঘটে। অসাবধানতাবশত রাইফেল থেকে ছিটকে যায় একটি গুলি। তবে গুলি কারও গায়ে লাগেনি। গুলি ছিটকে গিয়ে বাঙ্কারের গায়ে লাগে। বড়সড় বিপদ হতে হতেও কান ঘেঁষে বেরিয়ে যায় বিপত্তি।


আরও পড়ুন, পানাপুকুরের ঝিনুকের মধ্যেই মিলল 'ভগবান'!


তবে সচিবালয়ের মত গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে উচ্চপর্যায়ের কর্তা ব্যক্তি থেকে বহু কাজে বহু সাধারণ মানুষের আনাগোনা, সেখানে এরকম একটি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। রাজ্যের প্রধান সচিবালয়ে গুলি চলার ঘটনায় শুরু হয়েছে তদন্ত।


আরও পড়ুন, শঙ্খ ধ্বনিতে রীতি-আচার মেনে বিউলি ডালের বড়ির বিয়ে!


জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম শশাঙ্ক ভূষণ মণ্ডল। কলকাতা পুলিশের স্বশস্ত্র বাহিনীর সদস‍্য তিনি। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা করা রুজু করা হয়েছে। গুলি চলার ঘটনায় তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।