নিজস্ব প্রতিবেদন: দিঘার সৈকতে পড়ে রয়েছে সারি সারি মাছের মতো কোনও জীব। এনিয়ে চাঞ্চল্য ছড়াল মত্সজীবী ও এলাকার মানুষের মধ্যে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ, রাজ্যকে ভর্ৎসনা করে আগের রায়ই বহাল রাখল...


মাছের মতো দেখতে কয়েক হাজার ওইসব প্রাণীকে দেখে মত্সজীবীদের অনেকেই বলেন, এগুলি মাছ নয়। এমন মাছ তারা কোনও দিন দেখেননি। অবাক স্থানীয়রাও। কেউ বলছে মাছ নয়, সামুদ্রিক ব্যাঙ। আসলে ওইসব প্রাণীগুলি কী তা জানাতে খবর দেওয়া হয় মত্স বিশেষজ্ঞদের।


আরও পড়ুন-Kaliachak Murder: প্লাইউড দিয়ে তৈরি করা হয় কফিন, তাতে জল ঢেলেই ৪ জনকে শ্বাসরোধ!  


স্থানীয়দের দাবি, সোমবার সকাল ১১টা নাগাদ মত্সজীবীদের জালে ধরা পড়ে ওইসব প্রাণী। অনুমান করা হচ্ছে জালে ধরা পড়ার পর প্রাণীগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন সৈকতে(Digha Beach) এসে হাজির হওয়া এইসব প্রাণী পচে গিয়ে দূষণ ছড়াতে পারে। তাই কে বা কারা এদের মেরেছে তা যেমন জানার চেষ্টা উচিত তেমনি এইসব প্রাণীগুলিকে দ্রুত পুঁতে ফেলা উচিত।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)