দুর্গাপুর ব্যারাজের লকগেট ভেঙে বিপত্তি, আশঙ্কা বড়সড় বিপদের!
ব্যারাজের লকগেটগুলির ঠিকমত রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর ব্যারাজে বিপত্তি। জলের চাপে বেঁকে গেল দুর্গাপুর ব্যারাজের এক নম্বর গেট চ্যানেল। শুক্রবার ভোর ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। বেঁকে যাওয়া লকগেট দিয়ে তোড়ে জল বেরিয়ে আসতে থাকে। জলের চাপে লকগেটের আরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে বড়সড় বিপদের সম্ভাবনা রয়েছে।
অভিযোগ, ব্যারাজের লকগেটগুলির ঠিকমত রক্ষণাবেক্ষণ হয় না। লকগেটের বিভিন্ন যন্ত্রাংশে মরচে ধরে গিয়েছিল। আর তার জেরেই এই বিপত্তি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সেচ দফতরের আধিকারিকরা। লকগেটে ভাঙনের কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ডিভিসি কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত এই ব্যাপারে রাজ্যের তরফে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। পাশাপাশি তারা আরও জানিয়েছে, এই মুহূর্তে মাইথন থেকে কোনও জল ছাড়া হচ্ছে না। পানীয় জলের চাহিদা মেটাতে পাঞ্চেত থেকে শুধু কিছু পরিমাণ জল ছাড়া হবে।
আরও পড়ুন, ছবি তুলতে গিয়ে হাতির পায়ে তলায় প্রাণ গেল এক ব্যক্তির