বন্যার দুর্ভোগে মেলেনি সরকারি সাহায্য, ভরসা সেচ্ছাসেবী সংস্থা

গ্রামের বেশ কিছু পরিবারের বাড়ি-ঘরও নদীগর্ভে চলে গিয়েছে বলে খবর। অভিযোগ, এখনও প্রশাসনিক কোনও সাহায্য মেলেনি বন্যাকবলিত এলাকায়। 

Updated By: Apr 2, 2019, 09:51 AM IST
বন্যার দুর্ভোগে মেলেনি সরকারি সাহায্য, ভরসা সেচ্ছাসেবী সংস্থা

নিজস্ব প্রতিবেদন: সোমবার বাসন্তীর সজিনাতলা গ্রামে নদীর বাঁধ ভেঙে ভরা কটাললের জল ঢুকে যায় গ্রামে। বন্যায় ভেসে যায় গোটা গ্রাম। নদীর মাছ, ফসল সমস্তই নষ্ট হয়ে গিয়েছে। পানীয় জলের অভাব, খাদ্য সঙ্কটের মতো একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় গ্রামবাসীদের। গ্রামের বেশ কিছু পরিবারের বাড়ি-ঘরও নদীগর্ভে চলে গিয়েছে। অভিযোগ, এখনও প্রশাসনিক কোনও সাহায্য মেলেনি বন্যাকবলিত এলাকায়। 

আরও পড়ুন: ছাত্রীকে যৌন নিগ্রহ শিক্ষকের, প্রতিবেশীরা মোবাইলে ভিডিও করে করলেন পর্দাফাঁস

উল্লেখ্য, বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। সহযোগীতায় এগিয়ে এসেছে কলকাতার এক সেচ্ছাসেবি সংস্থা। অনুদান পেয়ে অনেকটাই সাহায্য হয়েছে বলে জানাচ্ছেন গ্রামের বাসিন্দারা।

.