নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে হরিণের মাংসের চোরা কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল বনদফতর। অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে পাকড়াও করেন ভগবতপুর রেঞ্জের বনকর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোপন সূত্রে খবর পেয়ে হরিণের মাংসের চোরা কারবারিদের ধরতে অভিযান চালায় বনকর্মীদের দল। গ্রেফতার করা হয়  নারায়ণ দাস ও অসীম প্রধান নামে দুই চোরা কারাবারিকে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেড় কেজি টাটকা হরিণের মাংস। বনদফতরের প্রাথমিক অনুমান, সদ্যই শিকার করা হয়েছে হরিণটিকে। তবে হরিণ শিকারের সঙ্গে যারা জড়িত এখনও তাদের হদিশ পাওয়া যায়নি।



চোরাশিকারির কাছ থেকে মাংস নিয়ে বরদাপুর গ্রামের বাসিন্দা নারায়ণ ও অসীম অন্যত্র পাচারের চেষ্টায় ছিল বলে বনদফতর সূত্রের খবর। এদিন তাদের আদালত পেশ করা হয়। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 



বলে রাখি, গত এপ্রিলে সুন্দরবনে হরিণ ধরার ফাঁদে আটকে মারা যায় একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। চোরাগোপ্তা হরিণ শিকার যে চলছে তা সামনে আসে বাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায়। তারপর এই গ্রেফতারি উদ্বেগ বাড়িয়েছে বন দফতরের। চোরাশিকারিদের চাঁইদের ধরতে চলছে খোঁজ।


আরও পড়ুন- নজরে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা', ডেরেককে তলব করল সিবিআই