নিজস্ব প্রতিবেদন: জঙ্গলে লেগে গিয়েছে আগুন। নেভাতে তৎপর গ্রামবাসী। কিছুটা নিয়ন্ত্রণ করাও গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গরুবাথান (Garubathan) ব্লকের অন্তর্গত ফাপোড়খেতি জঙ্গলে লেগে গিয়েছে আগুন। আগুন (forest fire) লাগার খবর পাওয়া গিয়েছে শনিবার সকালে। শনিবার সকাল ১০টা নাগাদ এই খবর পেয়ে স্থানীয় মানুষজনই আগুন নেভাতে নেমে পড়েন।


আরও পড়ুন: WB assembly election 2021: মালবাজারে TMC-র ফ্লেক্স ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর


স্থানীয় মানুষ জানান, কী ভাবে জঙ্গলে আগুন লেগেছে তা এখনও তাঁদের কাছে পরিষ্কার নয়। একটুও সময় নষ্ট না করে স্থানীয় মানুষজন নিজেদের চেষ্টায় আগুন নেভাতে হাত লাগালেও, প্রথম দিকে পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি। তবে পরের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ অঞ্চলে সরকারি তরফেই বনবস্তির লোকজনদের এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। কেননা এখানে আগুন নেভানোর আধুনিক প্রযুক্তি ব্যবহারের কিছু প্রাকৃতিক বাধা আছে। সেই সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই এলাকাবাসী দ্রুত কাজে নেমে পড়েছিলেন।    


আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় স্টেপ-ফার্মিং (step-farming)। পাহাড়ের গায়ে কৃষকেরা আদা, এলাচ-সহ অন্যান্য নানা ফসলের চাষ করেন। স্থানীয় বাসিন্দা নিমা ভুটিয়া জানান, ক্ষতি হয়েছে সেই সব চাষের। ক্ষতি হয়েছে এলাকার গাছপালারও।   


আরও পড়ুন: WB assembly election 2021: ভোট আসে, ভোট যায়; কিন্তু হাল ফেরে না বেহাল সেতুর