রাতে লাইনচ্যুত মালবাহী ট্রেন, দীর্ঘক্ষণ বন্ধ ধূপগুড়ি ব্লকের মেইন লাইন

রাতে খলাইগ্রাম রেলস্টেশন থেকে একটি মালবাহী ট্রেন ধূপগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়।

Updated By: Jan 28, 2021, 09:48 AM IST
রাতে লাইনচ্যুত মালবাহী ট্রেন, দীর্ঘক্ষণ বন্ধ ধূপগুড়ি ব্লকের মেইন লাইন

নিজস্ব প্রতিবেদন: রাতে ট্রেন লাইন চ্যুত মালবাহী ট্রেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম রেলস্টেশন এলাকায়। জানা গিয়েছে, এদিন রাত ১০.৩৩টা নাগাদ খলাইগ্রাম রেলস্টেশন থেকে একটি মালবাহী ট্রেন ধূপগুড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর আচমকাই ওই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। 

আরও পড়ুন:  হোটেল বন্ধের মুখে এসে জোর-জুলুম, বেধড়ক মার মালিক তথা রাজ্যস্তরের রাইফেল শুটারকে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খলাইগ্রাম স্টেশন, ধূপগুড়ি রেল স্টেশনের আধিকারিক এবং আরপিএফ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ার ডিআরএম অফিসের আধিকারিকরাও। জানা যায় ৪৩টি বগি নিয়ে ট্রেনটি ধূপগুড়ির দিকে যাচ্ছিল, স্টেশনের ৩ নং লাইন থেকে মেইন লাইনে ওঠার সময়েই বিপত্তি ঘটে। ঘটনাস্থলে আসেন সংশ্লিষ্ট এলাকার রেলের ট্রাফিক ইন্সপেক্টর  শুভেন্দু রায়। মেইন লাইনে লাইন চ্যুত ট্রেন থাকায়  দীর্ঘক্ষণ বন্ধ ছিল মেইন লাইন।

Tags:
.