টানা বনধে পাহাড়ে তীব্র গ্যাস সিলিন্ডার সঙ্কট

টানা বনধে পাহাড়ে গ্যাস সিলিন্ডার সঙ্কট। অচলাবস্থা কাটার নাম নেই। রসদ কার্যত তলানিতে। বনধ শুরুর পর প্রথম কয়েক দিন গ্যাস সিলিন্ডার একেবারেই পৌঁছয়নি। অশান্তি-হিংসার আশঙ্কায় সমতল থেকে গাড়িই ওঠেনি পাহাড়ে।

Updated By: Jul 1, 2017, 11:59 AM IST
টানা বনধে পাহাড়ে তীব্র গ্যাস সিলিন্ডার সঙ্কট

ওয়েব ডেস্ক : টানা বনধে পাহাড়ে গ্যাস সিলিন্ডার সঙ্কট। অচলাবস্থা কাটার নাম নেই। রসদ কার্যত তলানিতে। বনধ শুরুর পর প্রথম কয়েক দিন গ্যাস সিলিন্ডার একেবারেই পৌঁছয়নি। অশান্তি-হিংসার আশঙ্কায় সমতল থেকে গাড়িই ওঠেনি পাহাড়ে।

গত কয়েকদিন ধরে ফের সিলিন্ডার নিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। তবে চাহিদার তুলনায় তা অনেকটাই কম। কোনও এলাকায় গাড়ি পৌঁছলেই লম্বা লাইন দেখা যাচ্ছে। শহুরে এলাকার চেয়ে পাহাড়ি গ্রামগুলিতে সঙ্কট আরও তীব্র। বনধের জেরে তৈরি হওয়া অচলাবস্থা দ্রুত না কাটলে ভবিষ্যতে কী চেহারা নেবে এই সমস্যা, তা নিয়ে আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন, GST-র ধাক্কায় লাটে উঠেছে ওষুধ বিক্রি, বিপদে রাজ্যের মানুষ

.