নিজস্ব প্রতিবেদন : ঘোলায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও খোঁজ নেই ৫ শ্রমিকের। ঘরের মানুষের অপেক্ষায় হত্যে দিয়ে পড়ে রয়েছেন বাড়ির লোকেরা। কোথায় গেল ৫ শ্রমিক? তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে আজও তল্লাশি চালাবে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, পোষ্যকে পিটিয়ে খুন, বাড়ির ভিতরই পুড়িয়ে দেওয়ার চেষ্টা মালকিনের!


অন্যদিকে, গতকালের পর আজও ঘটনাস্থলে যেতে পারে ফরেনসিক দল। গতকাল কারখানায় গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের সদস্যরা। তবে এখনও খোঁজ নেই কারখানা মালিকের। দমকলমন্ত্রী সুজিত বসুর নির্দেশে বেপাত্তা কারখানার মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত কারখানা মালিকের খোঁজে সম্ভাব্য স্থানগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিস।


আরও পড়ুন, বাজারে লক্ষাধিক টাকার দেনা করেই গা ঢাকা কার্তিকের, পুরুলিয়ার ‘নিখোঁজ’ বিজেপি কর্মী উদ্ধার


মঙ্গলবার সকালে ঘোলা বোর্ডঘরের প্লাস্টিক কারখানা পরিদর্শন করতে যান স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী অমিত মিত্র। পরিদর্শনের পর তিনি জানান, বিশেষ টিম গঠন করে ঘোলার বোর্ডঘরের  প্লাস্টিক  কারখানার ভেতরে তল্লাশি অভিযান চালানো হবে।  নিখোঁজ শ্রমিকদের সন্ধানে চলবে তল্লাশি অভিযান।


আরও পড়ুন, ছোট-মাঝারি বিনিয়োগকারীদের সাহায্য করতে নিজেই ‘গ্যারান্টার’ হবে রাজ্য


নিখোঁজ শ্রমিকদের পরিবারবর্গের অভিযোগ প্রশাসন, কারখানা কর্তৃপক্ষ যথাযথ সহযোগিতা করছে না। ৪ বছর আগেও একবার আগুন লেগেছিল কারখানায়। তবুও  টনক নড়েনি কর্তৃপক্ষের। আগুন লাগার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


গতকাল ফ্যাক্টরি গেটের সামনে ধরনাতেও বসে  নিখোঁজ কর্মীদের পরিবার।  অমিত মিত্রের সামনেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিক পরিবারের সদস্যরা।