Bangaon: ওষুধ কিনতে বেরিয়েছিলেন খোদ বিধায়কের মা, কিছু বুঝে ওঠার আগেই তাঁর হার নিয়ে উধাও ২ যুবক
Bangaon: বাটার মোড়ের মতো একটি জনবহুল এলাকায় কীভাবে ছিনতাই হয়ে গেল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিধায়কের মায়ের হার ছিনতাই হয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়
মনোজ মণ্ডল: দিনেদুপুরে রাস্তায় যথেষ্ট লোক চলাচল করছে। চারদিকে ব্যস্ততা। এর মধ্যেই বিজেপি বিধায়কের মায়ের গলা থেকে সোনার হার চিনতাই করে নিয়ে চম্পট দিল দুই ছিনতাইবাজ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে যশোর রোডে বনগাঁর বাটার মোড় এলাকায়। আচমকা ওই ঘটনায় হতবাক বৃদ্ধা শেষপর্যন্ত পুলিসের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন-ভয়ংকর! বন্ধ ঘরে স্ত্রীর সঙ্গে যুবককে দেখে প্রথম তার নখ উপড়ালেন স্বামী, তারপর...
মঙ্গলবার দুপুরে ওষুধ কিনতে বেরিয়েছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়ার মা অহল্যা কীর্তনীয়া(৭৫)। তিনি যখন বাটার মোড় এলাকা দিয়ে হাঁটছিলেন সেই সময় বাইকে চড়ে ২ যুবক এসে থামে তাঁর পাশে। তারপর কথা বলার ছলে অহল্যার গলা থেকে সোনার হার খুলে নিয়ে চম্পট দেয়।
বাটার মোড়ের মতো একটি জনবহুল এলাকায় কীভাবে ছিনতাই হয়ে গেল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিধায়কের মায়ের হার ছিনতাই হয়ে গেলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমে এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।
ঘটনা নিয়ে বৃদ্ধার এক আত্মীয় বলেন, উনি ওষুধ কিনতে এসেছিলেন বাটার মোড়ে। সেইসময় দুটো ছেলে মোটর বাইকে চড়ে এসে গত থাকে হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। উনি হচ্ছেন বনগাঁর বিধায়ক অশোক কীর্তনীয়ার মা। সেই জন্যই থানায় এসেছি ডাইরি করতে। দিনের বলেয় যদি হার ছিনতাই হয়ে যায় তাহলে অন্য লোকের কী হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)