শনিবার রানিগঞ্জ-আসানসোলে যাচ্ছেন রাজ্যপাল

সরকারের ভাষায় বলা হয়েছিল, 'না যাওয়াই ভালো'। কিন্তু রাজ্যপালের রানিগঞ্জ সফরে এবার আর সেই বাধা রইল না।

Updated By: Mar 30, 2018, 09:13 PM IST
শনিবার রানিগঞ্জ-আসানসোলে যাচ্ছেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে আসানসোল-রানিগঞ্জ যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যভবন সূত্রে জানানো হয়েছে, বর্তমানে আসানসোল-রানিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, সেক্ষেত্রে রাজ্যপাল গেলে কোনও সমস্যা হওয়ার কারণ নেই।

শনিবার সকালেই রানিগঞ্জ পৌঁছবেন রাজ্যপাল। সেখান ঘুরে দেখার পর আসানসোল যাওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠক করার কথা রয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে।

আরও পড়ুন: রানিগঞ্জে রাজ্যপালের না যাওয়াই ভালো: নবান্ন

গত ২৮ মার্চই রানিগঞ্জের ঘটনার পর সেখানে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু নিরাপত্তার কারণে দেখিয়ে সে যাত্রায় রাজ্যপালকে রানিগঞ্জ যেতে 'নিষেধ' করে রাজ্য সরকার। সরকারের ভাষায় বলা হয়েছিল, 'না যাওয়াই ভালো'। কিন্তু রাজ্যপালের রানিগঞ্জ সফরে এবার আর সেই বাধা রইল না।

আরও পড়ুন: আসানসোল কাণ্ডে 'মুখ্যমন্ত্রীর নিরপেক্ষতা' নিয়ে প্রশ্ন কেন্দ্রের,প্রতিনিধি দল পাঠাচ্ছে BJP

অন্যদিকে, আসানসোল-রানিগঞ্জে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দলীয় সূত্রে খবর,  সাংসদ ওম মাথুরের নেতৃত্বে আসানসোলে যাবে বিজেপির ৪ সদস্যের প্রতিনিধি দল।

 

.