মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের, ১২ ডিসেম্বরের সময়সীমা
ফের সংঘাত? মুখ্যসচিব ও আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখা করার নির্দেশ রাজ্যপালের।
নিজস্ব প্রতিবেদন: ফের রাজভবন-নবান্ন সংঘাতের আশঙ্কা। মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১২ ডিসেম্বরের মধ্যে দেখা করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার একটি চিঠি টুইট করেছেন রাজ্যপাল। লিখেছেন, 'জনস্বার্থে মুখ্যসচিব, রাজ্য পুলিসের ডিজিকে ১২ ডিসেম্বরের মধ্যে আমার সঙ্গে দেখা করতে বলছি। একের পর এক ঘটনায় তাঁরা প্রতিক্রিয়া না দেওয়ার অবস্থান নিয়েছেন। রাজ্যের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমায় নিয়মিত খবর দিতেও তাঁরা ব্যর্থ। এটা সংবিধান মেনে প্রশাসন চালানোর রীতিনীতিকে ঝেড়ে ফেলারই সমান।'
Constrained in public interest to call upon CS @MamataOfficial & DGP @WBPolice to see me not later than Dec 12
Their continued non responsive stance and failure to update me on affairs of state tantamounts to shredding all canons of governance in accordance with constitution. pic.twitter.com/i3sSkir5Ef
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 8, 2020
সংবিধানের ১৫৯ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়েছেন রাজ্যপাল। টুইটারে লিখেছেন,'সংবিধানের ১৫৯ অনুচ্ছেদ অনুযায়ী আমার দায়িত্ব পালনে এই দু'জনের সদর্থক পদক্ষেপ করা উচিত ছিল। সাধারণ মানুষের সেবায় দুর্ভাগ্যজনকভাবে বাধা এসেছে। প্রায়ই সেটা নির্ধারিত।'
These two functionaries, expectedly should have been in affirmative mode in discharge of my Constitutional duties under Article 159 of the Constitution and to serve the people of the State, have unfortunately turned out to be the greatest hurdle, and often in determined mode.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 8, 2020
বিভিন্ন ঘটনায় রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলায়। কখনও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড়। কখনও আবার অন্য কোনও বিষয়ে মতামত দিয়েছেন। তা শাসক দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস পাল্টা রাজ্যপালকে বিজেপির লোক বলে অভিহিত করেছে। মুখ্যসচিব ও ডিজিকে এবার তলবের নেপথ্যে উত্তরবঙ্গে বিজেপির মিছিলে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুুুন- রানিগঞ্জের সভামঞ্চ থেকে সংবাদমাধ্যমের সম্মান নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী