নিজস্ব প্রতিবেদন:   লগ্নির খোঁজে ইউরোপে মুখ্যমন্ত্রী। আজ ইতালির মিলানে শিল্প সম্মেলন। সম্মেলনে সে দেশের শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ভেঙে পড়ল সেতু! এক মাসে তিনটে ব্রিজ বিপর্যয়


ইতালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য, চর্মশিল্পে রাজ্যে বিনিয়োগ আনা।  রোম রাজধানী শহর হলেও অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় ক্ষেত্র মিলান। মিলান কেন ইতালির রাজধানী হবে না, এ নিয়ে সে দেশে নানারকম তর্কের রসদ মজুত। সেই মিলানে আজ ইতালিয় শিল্পমহলের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হবে‍।  তিনি আহ্বান জানাবেন লগ্নির।


আরও পড়ুন: সকাল থেকেই অবরোধ, বিপর্যস্ত রেল পরিষেবা,  বাতিল অনেক ট্রেন, আটকেও বহু 


সেখানে থাকবেন রাজ্যের শিল্পপতিরাও। বিদেশিদের কাছে তাঁরা বাংলায় লগ্নির অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। শিল্প সম্মেলনের আগে রবিবার মুখ্যমন্ত্রীকে চা চক্রে আমন্ত্রণ জানান ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রেনাত সাঁধু। মুখ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলার শিল্পপতিরা।