নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত নিখোঁজ রোগীর খোঁজ মিলল বাড়িতেই। বৃহস্পতিবারই জলপাইগুড়ি সদর হাসপাতালে বছর ২৭-এর এই যুবক জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে আসেন। রোগীকে আইসোলেশন ওয়ার্ডে থাকার পরামর্শ দেন চিকিত্‍সকরা। হাসপাতাল কর্তৃপক্ষ যুবককে ভর্তির প্রক্রিয়াও শুরু করে দেন। কিন্তু এই ফাঁকেই  যুবক হাসপাতাল ছেড়ে পালায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্ত, বেলেঘাটা আইডিতে ভর্তি বালিগঞ্জের যুবক


গভীর রাতে পুলিস ওই যুবকের বাড়ি খুঁজে বের করে। এরপর পুলিস ও স্বাস্থ্যদপ্তরের টিম গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে। পরিবারের ৩ জনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ তাঁদের লালা রসসহ বিভিন্ন পরীক্ষা করা হবে।