টাকা দিলে তবেই মিলছে পরিষেবা, সরকারি হাসপাতালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
চাঞ্চল্যকর অভিযোগ করল এক করোনা আক্রান্তের পরিবার।
নিজস্ব প্রতিবেদন: সরকারি পরিষেবা পেতে গুনতে হচ্ছে টাকা। এমনই চাঞ্চল্য়কর অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। করোনা (Corona) আক্রান্ত রোগীর পরিবারের অভিযোগ, ন্যূনতম পরিষেবার জন্যও টাকা নিচ্ছেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের একাংশ।
আরও পড়ুন: পরনে পাটভাঙা ধুতি-পাঞ্জাবী; ইদের দিন ফুল মুডে, ফেসবুক লাইভে করোনামুক্ত মদন মিত্র
অভিযোগ, করোনা (Corona) আক্রান্ত রোগীর জন্য় বেড পাওয়াই হোক বা মৃত রোগীর দেহ মর্গে ঢোকানো, প্রতিক্ষেত্রে ঘাটাল মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের দিতে হচ্ছে টাকা। পরিষেবা না পাওয়ার ভয়ে অনেক রোগীর পরিজন সংবাদমাধ্য়মের সামনে মুখ খুলছেন না। তবে এই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে এক করোনা (Corona) আক্রান্তের পরিবার। ওই পরিবারের এক সদস্য জানান, হাসপাতালের কিছু স্বাস্থ্যকর্মীকে প্রতিদিন ২০০ থেকে ৪০০ টাকা করে দিতে হচ্ছে। ন্যূনতম পরিষেবা পেতেও ওই টাকা দিতে হচ্ছে।
আরও পড়ুন: রাস্তায় নেমে সমাজবিরোধীদের উস্কানি দিচ্ছেন Dhankhar, ওঁকে বরখাস্ত করা উচিত: সুখেন্দুশেখর
ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার সম্রাট রায়চৌধুরী (Samrat Roy Chowdhury) জানান, এখনও এমন কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনায় হাসপাতালজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বহু দূর থেকে করোনা আক্রান্ত মানুষজন ওই হাসপাতালে আসেন। তাঁদের অনেকেরই আর্থিক অবস্থা ভাল নয়। সরকারি হাসপাতালে এই ধরনের জালিয়াতি চললে, কী করবেন? প্রশ্ন রোগীর পরিজনদের।