জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস

এবার রাজ্যে বর্ষা আসতে কিছুটা দেরি হয়।

Updated By: Jul 25, 2018, 08:10 PM IST
জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপের বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যবাসীর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে চলতি আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টিপাতের হতে পারে।

আরও পড়ুন, এক স্মার্ট কার্ডেই এবার ট্রেনে-ট্রামে-বাসে-মেট্রোয়

উল্লেখ্য, এবার রাজ্যে বর্ষা আসতে কিছুটা দেরি হয়। তারপরেও বৃষ্টির খরা চলছিল। বর্ষাকালেও গরমে-ঘামে নাভিশ্বাস উঠছিল মানুষের। কিন্তু গত সপ্তাহ থেকেই নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয় রাজ্যজুড়ে। গরম থেকে খানিকটা স্বস্তি পান রাজ্যের মানুষ। কিন্তু বৃষ্টি হলেও, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গুমোটভাবও ছিল।

.