তথাগত চক্রবর্তী: মধু সংগ্রহের মরসুম শুরু হল সুন্দরবনে। এবার মধুর দাম বাড়িয়েছে বন দফতর ৷ প্রতি কেজি মধুর দাম ১৮০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা করা হয়েছে। এরফলে মৌলেদের আয় বাড়বে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দক্ষিন চব্বিশ পরগনা জেলার মুখ্য বনপাল মিলন মন্ডল জানান এবার তারা মনে করছেন যে মোট ১০ মেট্রিক টন মধু সংগ্রহ করা সম্ভব হবে। এর বাজারমুল্য প্রায় ২৫ লক্ষ টাকা। সুন্দরবনের অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রায়দিঘী বিটে ৪২টি, মাতলা বিটে ২৯টি ও রামগঙ্গা বিটে ১৯টি দলকে অনুমতি দেওয়া হয়েছে।


প্রতিটি দলে ৬ থেকে ১০ জন করে রয়েছে বলে জানান তিনি ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নিয়েছে বনদফতর। যারা মধু সংগ্রহে যাচ্ছেন তাদের বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়েছে। গভীর জঙ্গলে দুর্ঘটনা ঘটার কথা মাথায় রেখে প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকার জনতা জীবন বিমা করা হয়েছে।


আরও পড়ুন: Nadia: অবশেষে প্রকাশ্যে বাম-কংগ্রেস এবং বিজেপি-র জোট, তৃণমূলের ঝুলিতে নেই কোনও আসন


নজরদারি চালানো হবে বন দফতরের পক্ষ থেকেও ৷ এছাড়াও নানান সরঞ্জাম যেমন মুখোশ, টি- শার্ট ও বোট লাইসেন্স সার্টিফিকেটও দেওয়া হয়েছে ৷ কুলতলি ব্লকের কৈখালি থেকে রওনা দিয়েছে মৌলেদের একটি দল ৷ আপাতত ১৫ দিন তারা মধু সংগ্রহের জন্য গভীর জঙ্গলে থাকবেন।


আরও পড়ুন: Bengal Weather Today: সপ্তাহের শুরু থেকে শুষ্ক আবহাওয়া বাংলায়, বাড়বে দিন-রাতের তাপমাত্রা


অর্থ উপার্জনের এছাড়া অন্য কোনও উপায় নেই ৷ তাই বিপদকে মাথা নিয়েই তারা রওনা দিয়েছেন ৷ যাওয়ার আগে রীতি মেনে করা হল পুজোপাঠ। উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। ঠাকুরের কাছে তাদের একটাই প্রার্থনা ভালোভাবে বাড়ি ফিরে আসুক ঘরের ছেলে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)