নিজস্ব প্রতিবেদন : ভাঙড়ের জমি জীবিকা কমিটিতে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন প্রায় কয়েকশো পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী। ভাঙড়ের জমি, জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির প্রায় কয়েকশো আন্দোলনকারী তৃণমূলে যোগ দিয়েছেন। দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তীর হাত ধরে তাঁরা শাসকদলের হাত শক্ত করেছে বলে জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, পাওয়ার গ্রিড আন্দোলনকে সামনে রেখে ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের মাছিভাঙা, খামারআইট, নতুনহাট,গাজিপুর, মিদ্দে পাড়ার কয়েক হাজার সাধারণ মানুষ তৃণমূল বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে জমি কমিটির দাপটের সঙ্গে কার্যত তৃণমূল কংগ্রেস আজও এঁটে উঠতে পারেনি। এই অবস্থায় একুশের বিধানসভা ভোটের আগে জমি কমিটি থেকে তৃণমূলে প্রায় কয়েশো আন্দোলনকারীর যোগ দেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই যোগদানে খুশি তৃণমূল নেতৃত্বও। 


উল্লেখ্য ২০১৭ সালে ১৭ জানুয়ারি ভাঙড়ের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের খামারআইট মাছিভাঙা এলাকায় ইলেকট্রিক সাবসেন্টারকে সামনে রেখে বিশাল উত্তেজনা ছড়িয়েছিল। রণক্ষেত্র হয়ে উঠেছিল এলাকা। সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হন। এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পোলেরহাট-২ পঞ্চায়েত বোর্ড তৃণমূল গঠন করলেও আজও পঞ্চায়েতে গিয়ে উঠতে পারেনি তৃণমূলের প্রধান, উপপ্রধানরা। এমত অবস্থায় জমি জীবিকা কমিটির পক্ষ থেকে আমফানের ক্ষতিপূরণে দুর্নীতি নিয়ে একাধিকবার আন্দোলন হয়েছে। সেসব কিছুর মাঝে কয়েশো পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী শাসকদলে যোগ দেওয়ায় খুশি এলাকার তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃ্ত্যু ৫৪ জনের, সুস্থতার হার ৭০ শতাংশ