'অস্ত্রখেলা শরিয়ত বিরোধী, তাই মহরমের মিছিল করুন অস্ত্র ছাড়াই', আবেদন ইমামদের সংগঠনের

সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়ার আবেদন, ২১ সেপ্টেম্বর, শুক্রবার মহরমের দিন মিছিল করুন অস্ত্রছাড়াই। কারণ মহরম শোক পালনের দিন।

Updated By: Sep 14, 2018, 07:50 PM IST
'অস্ত্রখেলা শরিয়ত বিরোধী, তাই মহরমের মিছিল করুন অস্ত্র ছাড়াই', আবেদন ইমামদের সংগঠনের

নিজস্ব প্রতিবেদন: অস্ত্রখেলা শরিয়ত বিরোধী, ভারতীয় আইনও একে সমর্থন করে না। তাই মহরমে অস্ত্র ছাড়াই মিছিলে হাঁটুন। এমন আবেদন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের। একটি প্রেস বিবৃতি জারি করে ধর্মপ্রাণ মুসলিমদের মহরমে শান্তিপূর্ণ মিছিল করতে আবেদন করেছে সংগঠনটি। 

সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইয়াহিয়ার আবেদন, ২১ সেপ্টেম্বর, শুক্রবার মহরমের দিন মিছিল করুন অস্ত্রছাড়াই। কারণ মহরম শোক পালনের দিন। শোকপালনের জন্য সেদিন মিছিলে হাঁটেন মুসলিমরা। বিশেষ করে শিশুদের হাতে অস্ত্র ইসলাম বিরোধী বলে দাবি করেছেন তিনি। 

হজরত মহম্মদের নাতি ইমাম হোসেনের কারবালার প্রান্তরে মৃত্যুর স্মৃতিতে প্রতি বছর মহরম পালন করেন গোটা বিশ্বের শিয়া মুসলিমরা। আশুরার দিনে বিলাপ করতে মিছিলে হাঁটেন লক্ষ লক্ষ মানুষ। সেই মিছিলে অস্ত্র হাতে হাঁটার প্রথা রয়েছে। অনেককে অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করতেও দেখা যায়। যা বিচলিত করে অনেককে। 

.