নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেল ট্যাঙ্কার, চলল দেদার পেট্রোল-লুঠ

দীর্ঘক্ষণ পরও  ইন্ডিয়ান ওয়েলের ইঞ্জিনিয়াররা  না আসায় এলাকায় ক্ষোভ।

Updated By: Nov 20, 2018, 03:19 PM IST
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল তেল ট্যাঙ্কার, চলল দেদার পেট্রোল-লুঠ

নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইন্ডিয়ান ওয়েলের পেট্রোল ট্যাঙ্কার। শিলিগুড়ি থেকে ভূটান যাবার পথে বানারহাটের এলআরিপ মোড়ে দুর্ঘটনাটি  ঘটে।  পুলিশের সামনেই চলল পেট্রোল লুঠ! পরে দমকল গিয়ে এলাকার মানুষদের সরিয়ে দেয়।   ঘটনার জেরে ৩১ এ জাতীয় সড়কে যানজট।  দীর্ঘক্ষণ পরও  ইন্ডিয়ান ওয়েলের ইঞ্জিনিয়াররা  না আসায় এলাকায় ক্ষোভ।

আরও পড়ুন: দেড় লক্ষের তক্ষক উদ্ধার!

পুলিশের সামনে তেল চুরির কথা অস্বীকার করেথেন  বানারহাট থানার আইসি বিপুল সিনহা। তিনি  জানান খবর পেয়ে পুলিস গিয়ে ট্যাঙ্কারের সামনে থেকে এলাকাবাসীদের সরিয়ে দেয়। হয়তো পুলিস এলাকায় যাওয়ার আগেই পেট্রোল-লুঠ চলছিল।

আরও পড়ুন: পঞ্চায়েত উপপ্রধানের বাবাকে লক্ষ্য করে গুলি, বোমা

পুলিস  প্রথমে বড় বড় জারে পেট্রোল মজুত করে রাখার চেষ্টা করে। পরে সাময়িকভাবে লিক বন্ধ করে ইন্ডিয়ান ওয়েল-এ খবর দেয়।  শিলিগুড়ি থেকে টেকনিশিয়ানরা ঘটনাস্থলে যান।

.