পৌষমেলায় অনিয়ম, বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া নোটিসে বলা হয়েছে, পৌষমেলা চলাকালীন চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন পর্ষদের প্রতিনিধিরা। 

Updated By: Jan 1, 2020, 04:11 PM IST
পৌষমেলায় অনিয়ম, বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

নিজস্ব প্রতিবেদন: পৌষমেলায় মানা হয়নি নিয়ম। ঠিকমতো মানা হয়নি পরিবেশ বিধি। তাই বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ করল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বিধি ঠিকমতো না মানার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে দশলক্ষ টাকার জরিমানাও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া নোটিসে বলা হয়েছে, পৌষমেলা চলাকালীন চব্বিশ ও পঁচিশে ডিসেম্বর মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন পর্ষদের প্রতিনিধিরা। 

রিপোর্টে তাঁরা বলেছেন, পৌষমেলা প্রাঙ্গনে বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা মাঠে উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে। মেলা মাঠে টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা নেই। টয়লেটে প্রয়োজনীয় জলও অমিল। মহিলা টয়লেটের হাল আরও  করুণ। অথচ, আঠারো তারিখ মেলার অনুমতি দেওয়ার সময় পরিবেশ বিধি নিয়ে নির্দিষ্ট গাইড লাইন বেধে দেয় পর্ষদ।

আরও পড়ুন: বর্ষবরণ অনুষ্ঠানে খাবার শেষ, বিক্ষোভে ধুন্ধুমার ইকো পার্কে

কেন তা মানা হয়নি?বিশ্বভারতীর উপাচার্যের কাছে চিঠি দিয়ে তা জানতে চেয়েছে পর্ষদ। একইসঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। 

.