নিজস্ব প্রতিবেদন:  দিল্লির সাম্প্রদায়িক অশান্তি-সহ একাধিক হিংসাত্মক ঘটনায় আল কায়দার সঙ্গে যোগ সন্দেহে ধৃতদের কোনও ভূমিকা রয়েছে কিনা, তা খতিয়ে দেখছন তদন্তকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবারও কেন্দ্রীয় তদন্তকারী দল ৯জনকে জেরা করবে। এই কেসে বেঙ্গালুরু গেল এনআইএ দল।


উল্লেখ্য, পেশায় কাঠমিস্ত্রী আবু সুফিয়ানের বাড়িতে ইতিমধ্যেই হদিশ মিলেছে অস্ত্র তৈরির কারখানার। রাণিনগরে এর আগে বাঙ্কার খুঁজে পাওয়া গিয়েছিল। সেখানে বসেই যোগাযোগ চলতো ভার্চুয়ালি।


এবার বাড়ির ভিতর অস্ত্র তৈরির সন্ধান পেল এনআইএ।  লেদ মেশিন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। নানান আগ্নেয়াস্ত্র ছাড়াও সেখানে রকেট লঞ্চার বোমা তৈরি হত।


পিসি DBT শুনেছেন? ভোটের টাকা তুলতে পিএম কিষানের টাকা চাইছেন মমতা: BJP


পাশাপাশি তানিয়া পারভিন কেস নিয়ে কলকাতার টিম পৌঁছল বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।