পিসি DBT শুনেছেন? ভোটের টাকা তুলতে পিএম কিষানের টাকা চাইছেন মমতা: BJP
কেন্দ্রকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের সুবিধা দিতে রাজি রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে পিএম কিষান প্রকল্প চালু করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই চিঠিতে প্রকল্পের বরাদ্দ অর্থ রাজ্য সরকারের মাধ্যমে বণ্টনের অনুরোধও করেছেন। আর এনিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। তাদের অভিযোগ, এতদিন কৃষকদের বঞ্চিত করেছে রাজ্য সরকার। এবার নির্বাচনের আগে টাকা তুলতে চাইছে তৃণমূল। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়র কটাক্ষ, পিসি সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানোর কথা শুনেছেন?
কেন্দ্রকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের সুবিধা দিতে রাজি রাজ্য সরকার। ওই প্রকল্পে সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে চলে যায় টাকা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, রাজ্য সরকারের মাধ্যমে টাকা দেওয়া হোক। এনিয়ে তৃণমূল নেত্রীকে বিঁধেছে বিজেপি। গেরুয়া শিবিরের আইটি সেলের ইনচার্জ অমিত মালবীয়র কটাক্ষ,''চাপে পড়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিষান সম্মান নিধির টাকা রাজ্য সরকারের মাধ্যমে দেওয়ার কথা বলছেন। পিসি সরাসরি টাকা পাঠানোর ব্যাপারে শুনেছেন? মাঝে ভাইপো নেই, কাটমানি নেই। টাকা সরাসরি যাবে কৃষকদের অ্যাকাউন্টে, তৃণমূলের কর্মীদের কাছে নয়।''
Under pressure, Mamata Banerjee writes to Center, says WB ready to disburse PM Kisan Samman Nidhi ‘provided’ money is transferred to the state government.
Pishi, heard of DBT?
No Bhaipo in between, no cut money either. Money will go directly to farmers and not to TMC workers... pic.twitter.com/qjWEDI1IPO
— Amit Malviya (@amitmalviya) September 23, 2020
বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহার কথায়,''কৃষকদের বঞ্চিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষি বিলের বিরোধিতা করে কৃষকপ্রেম দেখাচ্ছে। সন্ত্রাসবাদীদের আড়াল করতেই এই বিরোধিতা। আমপানের টাকা চুরি করল। এই সরকার কৃষকবিরোধী। এখন বলছেন, কৃষক সম্মান নিধির টাকা দিয়ে দিন। আগামী নির্বাচনের খরচ তোলার জন্য টাকা চাইছেন। টাকা চুরি করে ফান্ড তৈরির ষড়যন্ত্র।''
আরও পড়ুন- 'TMC-র পুরনো নেতারা বসেছিলেন', ভাঙনের পর BJP নেতাদেরই তৃণমূল দাগালেন দিলীপ!