Jalpaiguri: গাড়ি করে আসে যুবক-যুবতীরা! বন্ধ ঘরের ভিতর বেআইনি কারবার, ধৃত ৮
অভিযোগ পেয়ে স্টেশন কলোনি এলাকায় অভিযানে নামে রাজগঞ্জ থানার পুলিস। ঘরের দরজা জানলা সারাক্ষণ বন্ধ রাখত। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
![Jalpaiguri: গাড়ি করে আসে যুবক-যুবতীরা! বন্ধ ঘরের ভিতর বেআইনি কারবার, ধৃত ৮ Jalpaiguri: গাড়ি করে আসে যুবক-যুবতীরা! বন্ধ ঘরের ভিতর বেআইনি কারবার, ধৃত ৮](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/12/20/452166-crime.jpg)
প্রদ্যুৎ দাস: বেআইনি কল সেন্টারে পুলিসি অভিযান। গ্রেফতার ৮। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জে। ভাড়া বাড়িতে রমরমিয়ে চলছিল বেআইনি কল সেন্টার। সেখানে যখন তখন আসছিল অপরিচিত ছেলে মেয়েরা। যুবক যুবতীদের সন্দেহজনক আচরণ ভালো লাগেনি বাড়ির মালকিনের। তিনি-ই খবর দেন পুলিসকে। অভিযোগ পেয়ে স্টেশন কলোনি এলাকায় অভিযানে নামে রাজগঞ্জ থানার পুলিস। এরপরই বেআইনি কল সেন্টার পরিচালনার অভিযোগে বাড়ির মালিক সহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মোবাইল ফোন এবং সিম কার্ড। ধৃতদের মধ্যে রয়েছে ৫ জন মহিলা এবং ৩ জন পুরুষ। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিস। বাড়ির মালকিন বর্ণা দে বলেন, "ডিজিটাল মার্কেটিং করবে বলে সপ্তাহ দুয়েক আগে আমার বাড়ি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর থেকে দেখতাম গাড়ি করে যুবক যুবতীরা আসত। কিছুক্ষণ পরে আবার চলে যেত। ঘরের দরজা জানলা সারাক্ষণ বন্ধ রাখত। বিষয়টিতে আমার সন্দেহ লাগায়, আমি নিজেই থানায় গিয়ে বিষয়টি জানাই। এরপর মঙ্গলবার বিকেলে পুলিস আসে। আমাদের কিছু না জানিয়েও অভিযান চালায়।"
তিনি আরও জানান, "পুলিস কিন্তু আমার স্বামীকেও গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তাঁর কী অপরাধ আমি বুঝতে পারলাম না।" পুলিস সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বন্ধ করে দেওয়া হয়েছে বেলাকোবা স্টেশন কলোনির ওই বেআইনি কল সেন্টারটি। অভিযানে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ফোর হুইলার, বেশ কিছু মোবাইল ফোন এবং সিমকার্ড। বুধবার ধৃতদের আদালতে তোলা হবে।
আরও পড়ুন, Jalpaiguri: প্রায় একমাস নিখোঁজ স্বামী, স্ত্রীর ফাঁস করলেন আসল কারণ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)