Kunar Hembram: টিকিট মিলবে না! বুঝেই ভোটের আগেই দলত্যাগ বিজেপি সাংসদের?

২০১৯-এ ৪৬.৬ শতাংশ ভোট পান তিনি। তৃণমূলের বীরবাহা সোরেন টুডু পান ৪৩.৭ শতাংশ ভোট। ১১ হাজার ভোটে জয়লাভ করেন কুনার হেমব্রম।

Updated By: Mar 9, 2024, 06:22 PM IST
Kunar Hembram: টিকিট মিলবে না! বুঝেই ভোটের আগেই দলত্যাগ বিজেপি সাংসদের?

সৌরভ চৌধুরী: ভোটের আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম। বিধায়ক মুকুটমণি অধিকারীর পর এবার আরও এক সাংসদ বিজেপি ছাড়লেন। বিজেপি ছাড়তে চান। সাংসদের নিজস্ব প্যাডে চিঠি লিখে ঝাড়গ্রাম জেলার সভাপতিকে জানালেন বিজেপির বর্তমান সাংসদ কুনার হেমব্রম। 

সম্প্রতি বিজেপি রাজ্যের ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে কুনার হেমব্রমের নাম নেই। অথচ পার্শ্ববর্তী জেলার সাংসদদের নাম প্রার্থী তালিকায় রয়েছে। এরপরই কুনার বুঝতে পারেন যে এবার আর তাঁকে টিকিট দেওয়া না-ও হতে পারে। আর তারপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও তিনি ব্যাক্তিগত কারণে দল ছাড়ছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন। ২০১৭ সালে কুনার হেমব্রম বিজেপিতে যোগদান করেন। প্রথমে তাঁকে জনজাতি মোর্চার জেলা সভাপতি করা হয়।

২০১৯-এ দল তাকে টিকিট দিলে ৪৬.৬ শতাংশ ভোট পান তিনি। তৃণমূলের বীরবাহা সোরেন টুডু পান ৪৩.৭ শতাংশ ভোট। ১১ হাজার ভোটে জয়লাভ করেন কুনার হেমব্রম। উল্লেখ্য, ২০১৮-র পঞ্চায়েতে ৩০ শতাংশ গ্রাম পঞ্চায়েত-ই বিজেপির দখলে ছিল। কিন্তু এবার পঞ্চায়েতের ফল একদম-ই আশানুরূপ নয় বিজেপির পক্ষে। একটিও গ্রাম পঞ্চায়েত পাননি তারা। দলের একাংশ তাই এবার কুনার হেমব্রমকে প্রার্থী করার বদলে নতুন মুখের পক্ষে। এছাড়া শারিরীকভাবেও কিছুটা অসুস্থ কুনার বাবু। এমনটাই মত দলের একাংশের।

এবার যে তাঁর টিকিট পাওয়া সম্ভাবনা কম, সেটা বুঝতে পেরেই কুনার হেমব্রম এই ইস্তফা পত্র দিয়েছেন বলে দলের একাংশের বক্তব্য। যদিও কুনার হেমব্রম দাবি করেন, ব্যাক্তিগত কারণে দল ছাড়লাম। আরও বলেন, তাঁর দলছাড়ায় বিজেপির মত শক্তিশালী দলের কিছু যাবে আসবে না। আগমী দিনে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করবেন তিনি। ওদিকে দলছাড়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন, Nandigram: বেনজির নন্দীগ্রাম, তৃণমূল কর্মীকে মারধরে কমিশন বসিয়ে ২ নেতাকে সাসপেন্ড বিজেপির!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.