Kali Pujo 2024: নিত্য ছাগ বলি! শ্যমার উপাসনায় বন্ধ ডাকাতি, জেলার সবথেকে বড় পুজো...
Dipaboli 2024: মায়ের স্বপ্নাদেশ পেয়ে ওই স্থানে মায়ের মূর্তি তৈরি করে শক্তির আরাধনা করেন। বর্তমানে এই স্থান জনবহুল এলাকায় পরিণত হয়েছে।
![Kali Pujo 2024: নিত্য ছাগ বলি! শ্যমার উপাসনায় বন্ধ ডাকাতি, জেলার সবথেকে বড় পুজো... Kali Pujo 2024: নিত্য ছাগ বলি! শ্যমার উপাসনায় বন্ধ ডাকাতি, জেলার সবথেকে বড় পুজো...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/10/30/501131-moutor-kali.jpg)
মনোরঞ্জন মিশ্র: রাজা বল্লাল সেনের আমলে গভীর জঙ্গলের মধ্যে শ্মশানঘাটে পঞ্চমুন্ডির আসনের উপর শ্যামা মায়ের আরাধনা শুরু করেন এক সিদ্ধপুরুষ। সেখানে ছিল মূলত ডাকাতদের বসবাস। এলাকায় ডাকাতদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। কিন্তু বদল এল শ্যমা উপাসনায়।
আরও পড়ুন, Kalipujo 2024: তুবড়ির মশলা তৈরির সময়ই ফাটে মিক্সার! বাড়িতে আগুন ধরে আশঙ্কাজনক বাবা-ছেলে...
সিদ্ধপুরুষের সংস্পর্শে এসে ধীরে ধীরে ডাকাতদল ডাকাতি ছেড়ে মায়ের ভক্ততে রূপান্তরিত হয়। এলাকায় বন্ধ হয়ে যায় ডাকাতি। এলাকায় শান্তি ফিরে আসে। পরে তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে ওই স্থানে মায়ের মূর্তি তৈরি করে শক্তির আরাধনা করেন। বর্তমানে এই স্থান জনবহুল এলাকায় পরিণত হয়েছে।
পুরুলিয়ার রঘুনাথপুর থানা অন্তর্গত মৌতড় গ্রামে সেই পুজো চলে আসছে আজও । বর্তমানে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি হয়েছে মন্দির। মৃন্ময়ী শিলা মূর্তি স্থাপন করে পুজো হয় এখানে। বর্তমানে এই পুজো জেলার সর্ববৃহৎ কালী পুজো। পুজো হয় নিত্যদিন। নিত্যদিন ছাগ বলিও হয় মন্দিরে।
শুধুমাত্র দুর্গাপুজোর অষ্টমীর দিন ছাগ বলি বন্ধ করে মায়ের আরাধনা করা হয়। কালীপুজো চারদিন আলাদা উৎসবের চেহারা নেই এই গ্রাম। জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তো বটেই ভিন রাজ্য থেকে ভক্তদের ঢল নামে এই মন্দিরে। এক সপ্তাহ ধরে চলে মেলা। ভক্তদের বিশ্বাস এই কালীমন্দিরে কায়মনোবাক্যে মানত করলে তা পূরণ হয় । তাই কালীপুজো দিন হাজার হাজার মানুষের ভিড়ে ঠাসা থাকে এই মন্দির। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)