বৃদ্ধা মা'কে ঘরে বন্দি করে মেয়েকে কলেজে ভর্তি করতে সুপুত্র পাড়ি দিল বেঙ্গালুরু
ওয়েব ডেস্ক: মেয়েকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করার জন্য বেঙ্গালুরু যেতে হয়েছে ছেলেকে। বৃদ্ধ মাকে ঘরে তালাবন্দি করে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু গেছেন সুপুত্র। কোচবিহারের তল্লিতলায় সাতদিন ঘরবন্দি মা। জানলার ফাঁক দিয়ে খাবার দিচ্ছেন পড়শিরা।
চুরাশি বছরের বৃদ্ধা ছ দিন ধরে গৃহবন্দী। বাড়ির বাইরে থেকে তালা দিয়ে গেছে সুপুত্র। ছেলে, ছেলের বউ, নাতনি সব গেছে ব্যাঙ্গালোরে। মেয়েকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করতে। আর বৃদ্ধ মা,--তাকে নিয়ে সমস্যা। কী করা যায়। বৌমার প্রস্তাব, ঘরেই চা-ডাল ফুটিয়ে খাবে শ্বাশুড়ি। বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হোক।
বাড়ির বাইরে গেলে, পোষ্যকেও ক্যানেলে রেখে যান অথবা সঙ্গে নিয়ে যান সাধারণ মানুষ। কিন্তু কোচবিহারের তল্লীতলার বাসিন্দা স্বপন কার্জী নিজের মায়ের ক্ষেত্রে এই সামান্য মানবিকতাটুকুও দেখাননি। ভাগ্যিস প্রতিবেশীদের নজরে পড়েছিল। জানলার ফাঁক দিয়ে খাবার দিচ্ছেন প্রতিবেশীরা। খাওয়ার না হয় জোগাড় হল। কিন্তু বৃদ্ধার শরীর খারাপ হলে কী হবে। চাবি তো ছেলের কাছে।
মেয়ের ভবিষ্যত মসৃণ করতে যে ছেলে ব্যাঙ্গালোরে গেছেন, সেই ছেলেকে তাঁর মাও কিন্তু লেখাপড়া শিখিয়েছেন। সরকারি ব্যাঙ্কে ছেলে এখন বড় পদে চাকরি করেন। আর মায়ের এখন বয়স হয়েছে, বড় অভিমান, ছোট বাচ্চার মত।