WB Weather Update: দু'দিন পরেই হাওয়া বদল, তার আগে বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়
WB Weather Update: গত ৩ দিনে বেশ খানিকটা নামল পারদ। আরও নামার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বদল হবে আবহাওয়ার
![WB Weather Update: দু'দিন পরেই হাওয়া বদল, তার আগে বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায় WB Weather Update: দু'দিন পরেই হাওয়া বদল, তার আগে বৃষ্টির সম্ভাবনা এইসব জেলায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/27/517569-5.png)
সন্দীপ প্রামানিক: ফের একটু শীত শীত ভাব শুরু হতেই চোখ রাঙাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। ফলে বুধবারের পর রাজ্যে বেড়ে যেতে পারে তাপমাত্র। সরস্বতী পুজোয় উল্লেখযোগ্য ঠান্ডা থাকবে না বলেই মনে করছে আবহাওয়া দফতর। তবে পিছু ছাড়ছে না কুয়াশা। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস।
আরও পড়ুন-মহাকুম্ভে পুণ্যস্নান করে ফিরছিলেন! রাস্তায় ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ শিশু-সহ দম্পতি...
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল ও পরশু দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে তুষারপাতও হতে পারে। রাজ্যের বাকী অংশে আবহাওয়া শুষ্কই থাকবে।
আগামী ২ তারিখ পর্যন্ত পরিষ্কার আকাশ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে কুয়াশার সম্ভাবনা থাকছে আগামিকাল দার্জিলিঙে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। ২৯ তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঘন কুয়াশা উত্তর ২৪ পরগনা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে।
তাপমাত্রা এই মুহূর্তে ১৪ ডিগ্রীর কাছাকাছি রয়েছে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা তেমন কোন পরিবর্তন হবে না। তবে ২৯ তারিখের পর থেকে তাপমাত্রা আবারও পশ্চিমে ঝঞ্ঝার কারণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
গত ৩ দিনে ৪ ডিগ্রি কমল রাতের পারদ। আজ রাতে আরো খুব সামান্য পারদ পতনের ইঙ্গিত। পরশু বুধবার থেকে পারদ উত্থান। সরস্বতী পুজো অর্থাৎ ২ ফেব্রুয়ারির পর স্থায়ী পারদ উত্থান। মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)