WB Weather Update: আগামিকাল তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'ফেনজল', রাজ্যের কোন কোন জেলায় পড়বে এর প্রভাব...
WB Weather Update: শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে
সন্দীপ প্রামাণিক: বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামিকাল এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অভিমুখ হবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। শ্রীলঙ্কাকে পাশ কাটিয়ে ঘূর্ণিঝড় এগোবে তামিলনাড়ুর চেন্নাই উপকূল অভিমুখে। পন্ডিচেরি থেকে ৬৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এখন এটি অবস্থান করছে। ঘূর্ণিঝড় এর নাম ফেনজল। নাম দিয়েছে সৌদি আরব।
আরও পড়ুন-মহিলা যাত্রীকে ধর্ষণ, ৪ রাজ্যে ট্রেনেই ৫ খুন! কাটিহার এক্সপ্রেসে তবলা বাদকের খুনি সিরিয়াল কিলার?
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় মেঘলা আকাশ ও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের ৪ জেলায়। শনিবার থেকে সোমবার এর মধ্যে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মত উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।
রাজ্যের অধিকাংশ জায়গায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। বুধবার ও বৃহস্পতিবার শীতের আমেজ থাকলেও তারপর শীতের আমেজ কিছুটা কমবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)