কলকাতাসহ রাজ্যের সবকটি পুরসভায় নির্বাচন করার নির্দেশ হাইকোর্টের
কলকাতাসহ রাজ্যের সবকটি পুরসভায় নির্বাচন করার নির্দেশ হাইকোর্টের
অর্ণবাংশু নিয়োগী: কলকাতায় পুরভোটের নির্দেশ দেওয়া হয়েছিল আগেই। এবার কলকাতার পাশাপাশি রাজ্যের যে সমস্ত জায়গায় পুরভোট বাকি, সেই সব জায়গায় নির্বাচনের প্রস্তুতির যাবতীয় কাজ শেষ করে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। রাজ্যের ১১২টি পুরসভার নির্বাচনের প্রস্তুতি দ্রুতই সারতে হবে বলেই নির্দেশ। পুর নির্বাচন নিয়ে হাই কোর্টে মোট দুটি মামলা হয়েছিল। এ দিন মামলার শুনানির পর অবিলম্বে ভোটের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: BJP-তে যোগ দিচ্ছেন প্রবীর, বৈশালী, তালিকায় রয়েছেন তৃণমূলের বহু হেভিওয়েট
২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরসভার মেয়াদ শেষ হয়েছে। দায়িত্বে বসেছেন প্রশাসক। পরবর্তীতে রাজ্যের ১১১টি পুরসভারও মেয়াদ শেষ হয়েছে। সবকটির মাথায় রয়েছে প্রশাসক। ফলে ব্যাহত হচ্ছে কাজ। সেই কারণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায়ে নির্দেশ বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মোহাম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে।